Top
সর্বশেষ

নীলফামারীতে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি

৩০ এপ্রিল, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
নীলফামারীতে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি
এম.আবুল হোসেন শাহ্, নীলফামারী :

নীলফামারীতে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সহস্রাধিক কাচা ঘরবাড়ী ভেঙ্গে পড়ার পাশাপাশি উপড়ে পড়েছে ছোট-বড় অসংখ্য গাছপালা। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে থাকা বোরো ধান, ভুট্টাসহ অন্যান্য ফসলের।

এছাড়াও গাছ উপরে ও ডাল ভেঙে বিদ্যুতের তারে পড়ায় ১৩টি বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ায় প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে জেলা সদর।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলা সদর, কিশোরগঞ্জ, জলঢাকা ও সৈয়দপুর উপজেলার ওপর দিয়ে বিচ্ছিন্ন ভাবে ওই ঝড় বয়ে যায়। প্রায় ১৫ মিনিট স্থায়ী ঝড়ে এসব উপজেলার অন্তত সহস্রাধিক কাচা ঘরবাড়ির ভেঙ্গে পড়ে এবং টিনের চালা উড়ে ক্ষতিগ্রস্ত হয়। এসময় অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙ্গে পড়ে। মাঠে থাকা ৮১৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়।

জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের পূর্ব চৌধুরীপাড়া গ্রামের কৃষি শ্রমিক আশরাফ আলী (৫০) বলেন,‘রাইত সাড়ে ১২টার দিকো হঠাৎ করি বাতাস শুরু হইল। ওই বাতাসোত হুরমুরকরি মোর কাচা ঘরের ওপর গাছ পড়ি ঘরটা ভাঙ্গি পড়িল। মুই গরিব মানষি এলা ঘর কেমন করি ভালো করিম ভাবিবার পারেছ না। ঘর ঠিক করির যায়া মোর আর ঈদ হয়না।’

ওই গ্রামের রিক্সাচলক আশিকুর রহমান (২৫) বলেন,‘ রাইতোত বউ-ছাওয়া নিয়া ঘুমাইছি। হঠাঃ করি বাতাসের ধাক্কাত কাঁঠাল গাছ ভাঙ্গি পড়ি ঘরটা নষ্ট হইল। কোন মতন করি বউ-ছাওয়া ধরি ঘর থাকি বেরে আসি বাঁচিছি।’

জেলা সদরের টুপামারী ইউনিয়নের দোগাছী গ্রামের সাদ্দাম আলী বলেন,‘হঠাৎ করে ঝড় শুরু হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এসময় গ্রামের প্রায় শতাধিক কাচা ঘরের টিনের চাল বাতাসে উড়ে যায়। ভেঙে ও উপড়ে পড়ে বেশকিছু গাছপালা। পূর্ব কোন লক্ষণ না থাকায় মানুষের প্রস্তুতি ছিল না। এতে করে ক্ষতির পরিমান বেড়েছে।’

এদিকে জেলা কৃষি বিভাগ জানায়, জেলা সদর, কিশোরগঞ্জ, জলঢাকা ও সৈয়দপুর উপজেলার ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ওই ঝড় বয়ে যায়। কোথাও কোখাও ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এমন ঝড়ে ৮১৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

নীলফামারী কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক বলেন,‘ওই ৮১৬ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ভুট্টা ৫০০ হেক্টর, বোরো ধান ২৫০ হেক্টর এবং মরিচসহ অন্যান্য শাক-সবজি ৬৬ হেক্টর। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।’

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন,‘কাল বৈশাখীর তান্ডবে জেলা সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও অসংখ্য গাছপালা ওপড়ে পড়েছে। কি পরিমানের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ করছেন। তাদের কাছ থেকে তালিকা পাওয়ার পর ক্ষতির পরিমান জানা সম্ভব হবে।’

নীলফামারী বিদ্যুৎ সরবরাহ ও পিনন বিভাগ নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. নওশাদ আলম বলেন,‘শুক্রবার রাতের ঝড়ে সরবরাহ লাইনের ১৩টি খুটি ভেঙে পড়েছে। বড় বড় গাছ পড়ে সরবরাহ লাইনের তার ছিড়েছে। এ কারণে রাত সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার আংশিক কিছু লাইন চালু করা গেলেও সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত শহরের সকল লাইন চালু করা সম্ভব হয়নি। বন্ধ থাকা লাইনগুলো চালু করতে আরও কিছু সময় লাগবে।’

 

শেয়ার