নীলফামারীতে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও নীলফামারী জেলা যুবলীগের সভাপতি পদ প্রার্থী তানভির হাফিজের আয়োজন ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ (২৮ রমজান) শনিবার জেলা শহরের কৃষিফার্ম ( BADC) দেওয়ান চত্বরে তানভির হাফিজ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তানভির হাফিজকে ভালোবেসে উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এসময় তানফির হাফিজ বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে সুন্দর ও সুষ্ঠুভাবে নীলফামারীর শহরের বড় ভাই, ছোট ভাই, ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আজকের ইফতার মহফিল সম্পন্ন করতে পেরেছি। আজকের ইফতার মাহফিলে যারা আমাকে ভালবেসে নিজ দায়িত্বে এসেছেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালবাসার ঋণ শোধ হবেনা কখনও তবে যদি কখনও সুযোগ পাই আমিও চেষ্টা করবো আপনাদের ডাকে সাড়া দেবার।
আর যারা নানা কারনে আমার ইফতার মহফিলে আসতে পারেননি তাদেরকেও অনেক ধন্যবাদ । আল্লাহ বাঁচায় রাখলে আগামী রমজানের ইফতারে দেখা হবে ইনশাআল্লাহ।