রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন মসজিদ-ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে জেলা শহরের মধ্যে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়- শহরের কোটবিল্ডিং ঈদগাহ ময়দানে। ঈদুল ফিতরের প্রথম জামাত পরিচালনা করেন- জেলার প্রবীন আলেম ও ফরেস্ট জামে মসজিদের সাবেক খতিব মিয়া মোহাম্মদ এবং দ্বিতীয় জামাত পরিচালনা করেন- চম্পকনগর মসজিদের খতিব মাহাতাব মিয়া।
নামাজে অংশ নেন- রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ঈদ জামাত পরিচালনার কমিটি সদস্য মুজিবুর রহমান, ৭নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
নামাজ শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জেলা শহরে এইবার চারটি ঈদগাহে প্রধান ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গত দু’বছর করোনার কারণে সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি।