Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

রাঙামাটিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

০৩ মে, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
রাঙামাটিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
রাঙামাটি প্রতিনিধি :

 রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন মসজিদ-ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে জেলা শহরের মধ্যে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়- শহরের কোটবিল্ডিং ঈদগাহ ময়দানে। ঈদুল ফিতরের প্রথম জামাত পরিচালনা করেন- জেলার প্রবীন আলেম ও ফরেস্ট জামে মসজিদের সাবেক খতিব মিয়া মোহাম্মদ এবং দ্বিতীয় জামাত পরিচালনা করেন- চম্পকনগর মসজিদের খতিব মাহাতাব মিয়া।

নামাজে অংশ নেন- রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ঈদ জামাত পরিচালনার কমিটি সদস্য মুজিবুর রহমান, ৭নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

নামাজ শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জেলা শহরে এইবার চারটি ঈদগাহে প্রধান ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গত দু’বছর করোনার কারণে সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি।

শেয়ার