Top
সর্বশেষ

রংপুরে মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

০৪ মে, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
রংপুরে মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

রংপুর-জলঢাকা সড়কের সদর উপজেলার পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত তিনজন আহত হয়েছে।

বুধবার (৪ মে) সদর উপজেলার পাগলাপীর সলেয়াসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মধ্যে ছেয়াদুল ইসলাম ছোপড়া নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। ছেয়জুল সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। অটোরিকশার আরও চার জন যাত্রী মারা গেছেন তাদের নাম পরিচয় জানাতে পারেন নাই পুলিশের এই কর্মকর্তা। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আবু তাহের জানান আহতদেও মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার