Top

জয়পুরহাটে এক ভুয়া র‌্যাব গ্রেপ্তার

০৬ মে, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
জয়পুরহাটে এক ভুয়া র‌্যাব গ্রেপ্তার
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে র‌্যাব, সিআইডি, সেনাবাহিনী পরিচয় দিয়ে চাকরি দেওয়াসহ বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলমগীর হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৫

বৃহস্পতিবার রাত ১ টার দিকে শহরের খনজনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আলোগীর শহরের সওদাগর পাড়ার মৃত সওদাগর শেখের ছেলে।

র‌্যাব ৫ জয়পুরহাটের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে খনজনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সে বিভিন্ন সময় র‌্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, চাকুরি দেওয়ার নামে, বিদেশ পাঠানোর নামে, পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায় করতো।

এসময় তার কাছ থেকে একটি সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, একটি ভুয়া সিআইডির কার্ড, র‌্যাবের পোষাক পরিহিত দুইকপি পার্সপোর্ট সাইজের ছবি, চেকের পাতা দুইটি, একটি মোটর সাইকেল ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।

আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার