Top
সর্বশেষ

মহাসড়কে পাশে সারি সারি বাস

০৬ মে, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
মহাসড়কে পাশে সারি সারি বাস
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

ঢাকা থেকে পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রংপুরে এসেছেন বিআরটিসি বাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক’শ বাসে। এসব বাস রংপুর-ঢাকা ও রংপুর দিনাজপুর মহাসড়কের দুপাশে সারি সারি করে রাখা হয়েছে। ফলে দুর্ঘটনা আশংকা করছে স্থানীয়রা।

রংপুর ডিপোর বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, বাসগুলো একত্রে রাখার জায়গা নেই রংপুরে, মাঠেও রাখা যায়না। এ কারণ সড়কে রাখা হয়েছে।

অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন, এসব বাস রাখার জন্য রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, তাজহাটের বিআরটিসি ডিপোও রয়েছে। সেখানে রাখেননি তারা। এমনকি এসব বিষয় নিয়ে প্রশাসনও আমাদের কিছু বলেনি।

রংপুর মডার্ণ মোর্ড, ক্যাডেট কলেজের সামনে, দর্শনা মোড়, আর কে রোড, মাহিগঞ্জ, ত্ধাসঢ়;জহাট, কামারপাড়া, টার্মিনালরোডসহ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে আসা বিআরটিসি দোতলা এবং একতলা বাস ছাড়াও অন্য কোম্পানীর বাসও সড়কের উপর রাখা হয়েছে। প্রতিটি বাসের গেট লক করা। মহাসড়কের একটি বড় অংশের উপর বিআরটিসি বাসগুলো রাখার কারণে অন্য পরিবহনগুলোর ওই সড়কে ঝুকির মধ্যে চলাচল করছে। নিয়মিত চলাচল করা বাসগুলো ঠিকমত টার্মিনালে ঢুকতে পারছে না। যানজট লেগেই যাচ্ছে।

বাস চালকেরা জানান, এসব বাস রিজার্ভ করে রংপুরের কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া ও বদরগঞ্জসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা ঈদ করতে গ্রামের বাড়িতে এসেছেন। ঈদ শেষে এই বাসেই ঢাকায় ফিরবেন তারা। ততদিন রাস্তার উপরই থাকবে বাসগুলো।

রংপুর মেট্রোপলিন ট্রাফিক পুলিশের দক্ষিণ জোনের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে চলে এসব বাস। ঈদে অতিরিক্ত ভাড়া পেয়ে রিজার্ভ এসেছে। কিছুবাস মূল সড়কের নিচে রেখেছে। এখনো কোন সমস্যা হয়নি। চালকরা নেই। ঈদ শেষ হলে আবার শ্রমিকরা এই বাসে করে কর্মস্থলে ফিরবেন।

বাস রফিকুল জানান, দর্শনা থেকে মডার্ণ মোড় পর্যন্ত বিআরটিসি বাস আছে। মডার্ণ মোড় এসে মোড় ঘুরতে সমস্যা হচ্ছে। মডার্ণ মোড়ে সড়কের মধ্যে রাখছে বাসগুলো। কিছু একটা হলে তো মানুষ আমাদেক ধরবে। যতদোষ ড্রাইভার । ওদেক তো কেউ কিছু বলে না। আমরা একটু ভুল করি মামলা রেডি, সঙ্গে সঙ্গে মামলা হবে।

বিআরটিসি দোতলা বাসের চালক মফিজুল ইসলাম জানান, আমরা রিজার্ভে এসেছি। পাঁচ ছয়দিন থাকবো। রাতে গাড়িতে থাকি, অনেকে আবার হোটেলে থাকে। এই কয়দিন কষ্ট হবে।

বাসে ৭০ জন পোশাক শ্রমিক আছে। একজনের জন্য আড়াই হাজার টাকা করে ভাড়া ঠিক করে রংপুর এসেছে। বাসগুলো রাস্তায় আছে। এখন পর্যন্ত কেউ কিচ্ছু বলে নাই। অনেক বাস আবার উপজেলা গুলোতে গেছে।

রংপুর বিআরটিসি বাস ডিপোর ডিজিএম গোলাম ফারুক জানান, ২৬৫টি বিআরটিসি বাস রংপুরে এসেছে। আমরা জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কাছে নিরপাত্তা চেয়েছি। তারা আমাদের শতভাগ নিরপত্তা দিয়েছেন, আমরা সেভাবে টেককেয়ার করছি। এছাড়াও আমাদের নিজস্ব সিকিউরিটি রয়েছে।

তিনি বলেন, এসব বাস ঢাকার বিভিন্ন রুটসহ দেশের বিভিন্ন সড়কে চলে। ঈদে শ্রমিকরা নিয়ে ভাড়ায় নিয়ে এসেছেন। ঈদের ছুটি শেষে ওই বাসে করেই শ্রমিকসহ যারা এসেছেন তারা যাবেন।

রংপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, কয়দিন আগেও প্রশাসনের সঙ্গে আমাদের মিটিং হলো তখনও এসব বিষয়ে কিছু বলা হয়নি। সড়কের উপর যে গাড়িগুলো রাখছে তাতে তো অন্যগাড়িগুলো স্ট্যান্ডে ঢুকতে পারছে না। যেখানে সেখানে রাখছে। দুর্ঘটনা ঘটলে প্রশাসন দায় নেয় না, দোষ আমাদের হয়।

শেয়ার