নোয়াখালী প্রতিনিধিঃ :
দুষ্কৃতিকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার প্রকাশ্য নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।
তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীদের যেখানেই পাবেন গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলবেন। কেউ মামলা করলে সেটা আমি বুঝবো। প্রয়োজনে আমি হুকুমের আসামি হবো। আপনাদের কিছুই হবে না।যারা সমাজের মানুষের ঘুম হারাম করছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করতেছে এদেরকে আপনারা পিটিয়ে মেরে ফেলুন।’
তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। একজন আইনপ্রণেতার এমন বক্তব্য দেওয়া নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা যায়, শুক্রবার (৬ মে) রাতে সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনী এলাকায় এমপির নিজ দলীয় শক্ত প্রতিপক্ষ থাকায় তিনি নিজের অনুসারীদের উৎসাহ দিয়ে চাঙ্গা রাখতে এমন অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে জনমনে ভয়ের সৃষ্টি করেছেন বলে দাবী স্থানীয়দের।
বক্তব্যের বিষয়ে জানতে এইচ এম ইব্রাহিম এমপির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেন নি।
এদিকে, এমপির এই বক্তব্যের বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি হন নি।