Top
সর্বশেষ

আজও বায়ুদূষণের শীর্ষ লাহোর, ঢাকার অবস্থান ৩৬তম

০৯ নভেম্বর, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ
আজও বায়ুদূষণের শীর্ষ লাহোর, ঢাকার অবস্থান ৩৬তম

আজও বায়ুদূষণে বিশ্বের ১২১টি শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহরটির বাতাসের স্কোর ৭০৯। বাতাসের এই মানকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। আজ শনিবার সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। শহরটির বাতাসের স্কোর ৩০৮। টানা কয়েক দিন ধরেই শীর্ষ দুই স্থান দখল করে রেখেছে শহর দুটি। এদিন তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়, চীনের বেইজিং এবং বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো।

বায়ুদূষণে আজ শীর্ষ ৩০টি শহরের মধ্যে নেই ঢাকা। শনিবার সকাল সোয়া ৯টায় দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৬তম। বাতাসের একিউআই স্কোর ছিল ৯০, যাকে মধ্যম বা সহনীয় বলে বিবেচনা করা হয়।

ঢাকার সামগ্রিক বাতাসের মান সহনীয় হলেও অস্বাস্থ্যকর বাতাস বিরাজ করছে গুলশান-২-এর রব ভবন এলাকায়।

সাভারের হেমায়েতপুর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকায় বাতাসের মান সংবেদনশীলগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীলগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে

শেয়ার