নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বুকে ধারণ করেছিলেন। তাঁর জীবনকে অনুসরণ করে নিজেদের জীবনকে গড়ে তোলা উচিৎ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, একজন মহাপুরুষ।
রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে কবিগুরুর ১৬১তম জন্মবার্ষিকীতে ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জমিদার বংশে জন্ম নিয়েও তিনি সাধারণ মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।
এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষকে ভালোবাসতেন, গান ভালোবাসতেন, কবিতাকে ভালোবাসতেন। আমরা যদি রবীন্দ্রনাথকে মনেপ্রাণে ধারণ করতে পারতাম
তবে আরো উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতাম।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, রবির উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, যুগ্ম-সচিব শামীম খান, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, পৌর মেয়র তরু লোদী প্রমুখ। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।