Top

খোলা বাজারে ডলারের দাম চড়া

০৯ মে, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
খোলা বাজারে ডলারের দাম চড়া
রোহান রাজিব :

অস্বাভাবিক আমদানি ব্যয়ের চাপে বাড়ছে ডলারের দাম। ব্যাংকের পাশাপাশি খোলা বাজারে লাগামহীন বেড়ে চলছে ডালারের দাম। কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলারের জন্য টাকার বিপরীতে এর বিনিময় হার ৮৬ টাকা ৪৫ পয়সা বেঁধে দিলেও খোলা বাজারে ডলার বিনিময় হচ্ছে ৯২ টাকারও বেশি। রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকার মানি চেঞ্জারসহ খোলাবাজারে গতকাল সোমবার মার্কিন ডলার ৯২ টাকা থেকে ৯২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হতে দেখা গেছে।

মানি চেঞ্জার ও খোলাবাজারের মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিদেশে যাওয়া প্রবণতা বেড়েছে। আবার দেশের বাইরে ঘুরতে বা চিকিৎসার কাজে যাচ্ছেন। ফলে ডলারের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় যোগান কম হওয়ায় ডালারের দাম বাড়ছে।

তাদের মতে, সাধারণত বিদেশ থেকে যাঁরা আসেন, তাঁরা সঙ্গে করে ডলার নিয়ে আসেন। নগদ ডলারের যোগানের এটাই একমাত্র মাধ্যম। আর দেশের মানুষের হাতে যা থাকে, তা অনেক সময় বিক্রি করেন। এ ছাড়া বিদেশি পর্যটকেরা ডলার বিক্রি করে টাকা নেন। কিন্তু এখন ডলার বিক্রি করতে খুব বেশি গ্রাহক আসেন না। ব্যবসায়ীরা নিজেদের হাতে থাকা ডলার বিক্রি করছেন। অর্থাৎ খোলাবাজারে চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় ডলারের দাম বাড়ছে। অধিকাংশ মানি চেঞ্জারে ৯২ টাকা থেকে ৯২ টাকা ৫০ পয়সা দরে প্রতি ডলার বিক্রি হচ্ছে।

জানতে চাইলে বিসমিল্লাহ মানি চেঞ্জারের বিক্রেতা জাহিদুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমরা ডলার ক্রয় করি ৯১ টাকা ৫০ পয়সা। আর আমরা সেটা বিক্রি করছি ৯২ টাকায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ডলারের দাম বেশি। এর কারণ হচ্ছে বাজারে ডলারের সরবরাহ অনেক কম। কিন্তু সেই তুলনায় চাহিদা অনেক বেশি। এ কারণেই দাম বেড়ে গেছে। কারণ এখন করোনা পরিস্থিতি ভালো হওয়ায় কাজরে জন্য মানুষ অনেক বেশি দেশের বাহিরে যাচ্ছেন। এছাড়া মানুষ চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাচ্ছেন। অনেকেই আবার দেশের বাইরে ঘুরতেও যাচ্ছেন।

ফকিরাপুল এ্যাবকো মানি চেঞ্জারে ডলার কিনতে এসেছেন এমন একজন বাণিজ্য প্রতিদিনকে বলেন, সিঙ্গাপুর যাবো কাজের জন্য তাই ডলার কিনতে এসেছি। গতকাল (গত পরশু) যে দামে ডলার কিনেছি আজ (গতকাল) তার চেয়ে বাড়তি দামে কিনতে হয়েছে। এখানে ডলার প্রতি ৯২ টাকা ৫০ পয়সা ধরেছে। সবাই বলছে ডলার নেই, তাই দাম বাড়তি।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে আমদানির চাপ ব্যাপক হারে বেড়েছে। সেই অনুযায়ী প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানি আয় বাড়েনি। যার কারণে আমাদনির দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে। ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে করে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম। এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই পর্যটনখাত চাঙ্গা হতে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সীমান্ত খুলেছে। মানুষের পেশাগত কাজ, শিক্ষা, চিকিৎসা ও কেনাকাটার জন্য বিভিন্ন দেশে যাতায়াত করছেন। এর প্রভাব পড়ছে দেশের খোলা বাজারের ডলারের দামে।

সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে এর চেয়ে চার থেকে পাঁচ টাকা বেশি দরে। গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক ৯২ টাকা দরে ডলার বিক্রি করেছে। ব্যাংকের বাইরে খোলাবাজার বা মানি চেঞ্জার ডলার ৯২ থেকে ৯২ টাকা ৫০ পয়সায় কেনাবেচা করেছে।

২০২০ সালের জুলাই থেকে গেল বছরের আগস্টের পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল ডলার। কিন্তু এর পর থেকে বড় ধরনের আমদানি ব্যয়ের পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়।

২০২১ সালের আগস্টের শুরুতেও আন্তঃব্যাংকে প্রতি ডলারের মূল্য একই ছিল। এরপর ৩ আগস্ট থেকে দু-এক পয়সা করে বাড়তে বাড়তে গত ২২ আগস্ট প্রথমবারের মতো ৮৫ টাকা ছাড়ায়। এরপর গত ৯ জানুয়ারিতে এটি বেড়ে ৮৬ টাকা পৌঁছে যায়। এরপর ২২ মার্চ পর্যন্ত এ রেটেই স্থির ছিল। পরে গত ২৩ মার্চ আন্তঃব্যাংকে আরও ২০ পয়সা বেড়ে ৮৬ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। ২৭ এপ্রিল আরও ২৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ গত প্রায় ৯ মাসে প্রতি ডলারে দর বেড়েছে এক টাকা ৬৫ পয়সা। যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড মূল্য।

শেয়ার