নাটোরের গুরুদাসপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রতন আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে গুরুদাসপুর থেকে সিংড়ায় ধান কাটা কাজে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিলন নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
নিহত রতন উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামের মকবুল হোসেনের ছেলে ও মিলন উপজেলার নাজিরপুর ইউনিয়নের খাচ্ছোপ বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় হামলাইকোল এলাকার মকবুল হোসেনের ছেলে রতন আলী ওই এলাকার একটি লিচু বাগানে বিদ্যুতের লাইনের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মৃত্যু বরণ করেন।
অপরদিকে খাচ্ছোপ বাজারের মিজানুর রহমানের ছেলে মিলন হোসেন সিংড়ায় ধান কাটা কাজে যায়। ধান কাটা মেশিন নষ্ঠ হওয়ার পরে স্থানীয় একটি ওয়ার্কশপে যায় মেরামতের জন্য। মেশিন মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিলন হোসেনের মৃত্যু হয়।