Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা

১৩ জানুয়ারি, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
স্কুলছাত্রীকে ধর্ষণ, অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা

ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুলছাত্রীকে প্রেমের ফাদে ফেলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক তরুণের বিরুদ্ধে।

স্কুলছাত্রীর স্বজনদের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে এক তরুণ মোবাইল ফোনে ওই ছাত্রীকে বাড়ি থেকে একটি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

আর ওই তরুণের পারিবারের সঙ্গে অর্থের বিনিময়ে মীমাংসা করার চেষ্টা চলছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, ওই তরুণের বাড়ি বোয়ালমারী উপজেলার আমোরদী গ্রামে। প্রেমের ফাঁদে ফেলে গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নেন। পরে কৌশলে একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন।

ছাত্রী বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরদিন শুক্রবার সকালে ওই ছাত্রীকে নিয়ে তার মা সালথা থানায় মামলা করতে যান। কিন্তু ‘মেয়েটার তো বিয়ে দিতে হবে, এখন মামলা-মোকাদ্দমায় জড়ালে মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে’, মোবাইল ফোনে এসব প্রবোধ দিয়ে এক আত্মীয় তাদের মামলা থেকে বিরত রাখেন। পরে মা-মেয়ে তাদের এক আত্মীয়ের বাড়ি চলে যান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, ‘ওই ছাত্রী ধর্ষণের ঘটনা জানার পর সোমবার সকালে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ্ আজিজকে পাঠিয়েছিলাম। তবে ছাত্রীর পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ দিতে রাজি নয়। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার