Top

‘কলকাতায় বঙ্গবন্ধু’ নামে প্রামাণ্যচিত্র বানাচ্ছেন গৌতম ঘোষ

১৪ মে, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ
‘কলকাতায় বঙ্গবন্ধু’ নামে প্রামাণ্যচিত্র বানাচ্ছেন গৌতম ঘোষ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইগুলো অনুসরণ করে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ নামে একটা প্রামাণ্যচিত্র তৈরি করছেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। এজন্য এরই মধ্যে স্ক্রিপ্টও তৈরি করে ফেলেছেন তিনি।

শুক্রবার (১৩ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলন করে গৌতম ঘোষ তার ৩০ মিনিটের প্রামাণ্যচিত্রের চলমান কাজের বিষয়ে অবহিত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফ্রেন্ডস অব বাংলাদেশের (ইন্ডিয়া চ্যাপ্টার) যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জীবনের কলকাতার দিনগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ জাতির পিতার সেখানে রাজনীতির হাতেখড়ি হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবস্থানকালে গৌতম ঘোষের চলচ্চিত্র ইউনিটকে সব ধরনের সহায়তা দেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশ মিশন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে এবং গত ১৯ মার্চ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চলতি বছরের জুনের মধ্যে প্রামাণ্যচিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

গৌতম ঘোষ জানান, তিনি ঢাকা ও টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্রের শুটিং করতে এক সপ্তাহের জন্য সফরে এসেছেন। প্রামাণ্যচিত্রটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যামেরার সামনে কথা বলতে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, কলকাতার দিনগুলোতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে অনেক লেখালেখি ও গবেষণা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তার আত্মজীবনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বাবার স্মৃতি নিয়ে লেখা বইগুলো থেকে পাওয়া তথ্যগুলো সবচেয়ে নির্ভরযোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যামেরার সামনে কথা বলতে সম্মতি দিয়েছেন বলে আমি খুবই খুশি। আমি বিশ্বাস করি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বঙ্গবন্ধুর কলকাতার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবো।

গৌতম ঘোষ গত ৪ এপ্রিল কলকাতায় মাওলানা আজাদ কলেজের একটি শ্রেণিকক্ষে শুটিংয়ের মাধ্যমে প্রামাণ্যচিত্রটির কাজ শুরু করেন। বঙ্গবন্ধু যখন ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে সেখানে অধ্যয়ন করতেন তখন এটির নাম ছিল ইসলামিয়া কলেজ।

‘মনের মানুষ’ খ্যাত এই নির্মাতা বলেন, ‌কলকাতায় চিত্রটির শুটিং করার সময় আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। যখন আমি ক্যামেরা চালাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল বঙ্গবন্ধু কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বঙ্গবন্ধুর ওপর এ ধরনের তথ্যচিত্র তৈরি করা একটি বিশাল দায়িত্ব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।

১৯৪৬ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। ভারত সরকার বেকার হোস্টেলের ওই কক্ষে বঙ্গবন্ধুর ব্যবহৃত বিছানা, চেয়ার, টেবিল ও শেলফ সংরক্ষণ করে একটি স্মরণীয় জাদুঘর নির্মাণ করে

শেয়ার