Top

শ্রেণিকক্ষ সংকট,দূর্ঘটনা ঝুঁকিতেই চলে পাঠদান

১৫ মে, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
শ্রেণিকক্ষ সংকট,দূর্ঘটনা ঝুঁকিতেই চলে পাঠদান
দিনাজপুর প্রতিনিধি :

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই টিনশেড ও মাটির ঘরের চালার ফাঁকফোকর দিয়ে পানি এসে ভিজিয়ে দেয় শ্রেণিকক্ষের আসবাবসহ উপস্থিত শিক্ষার্থীদের। হালকা ঝড় বাতাসেই দুলে ওঠে টিন শেডের ঘরগুলো। বলতে গেলে, প্রকৃতির সঙ্গে লড়াই করেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হয় দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর হাইউল উলুম দাখিল মাদ্রাসাটিকে।

সরেজমিনে জানা যায়, চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর হাইউল উলুম দাখিল মাদ্রাসাটি ১৯৯৮ সালে স্থাপিত হলেও পাঠদানের অনুমতি মিলে ২০০৫ সালে। মাদ্রাসাটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক। তিনটি মাটির ঘর দিয়ে প্রতিষ্ঠার পর ছাত্র ছাত্রী সংখ্যা বাড়তে থাকায় আরো তিনটি টিন শেডের ঘর তৈরি করা হয়। শতভাগ পাশ ও পড়াশোনার মান ভালো হওয়ায় ছাত্র ছাত্রী সংখ্যা আরো বাড়তে থাকে। ফলে জায়গা সঙ্কুলান না হওয়ায় এলাকাবাসির সহযোগীতায় মাদ্রাসার উত্তর দিকে তিনটি দালান ঘর ‍নির্মান করে চলে মাদ্রাসার পাঠদান কার্যক্রম। এর মধ্যে ২০১৯ সালে মাদ্রাসাটি বাংলাদেশ মিক্ষা মন্ত্রাণালয়ের অধীনে জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে মাদ্রাসাটিতে ছাত্র ছাত্রী সংখ্যা আরো দ্বিগুন বাড়ছে কিন্তু বিপত্তি বেধেছে মাদ্রাসায় শ্রেনিকক্ষ সংকট ভাঙ্গা ও জরাজীর্ণ ঝুকিপুর্ণ মাটির ঘরে ক্লাস করতে হয় কোমলমতি ছাত্র ছাত্রীদের । মাটি ও টিনশেডের ঘরগুলো একবারেই ক্লাস করা অনুপযোগী বর্ষা মৌসুমে টিনের ফাকা দিয়ে পানি পড়ে ঝড়বৃষ্টি আসলে শ্রেনিকক্ষে পানি পড়ে ছাত্র ছাত্রীদের বই খাতাসহ জামা কাপড় ভিজে যায়। হালকা ঝড় বৃষ্টিতে টিনের চালা উড়ে যায়। গরমের সময় টিনশেডে ঘর গুলোতে বিদুৎ ও ফ্যান না থাকায় শিক্ষার্থীদের পড়তে হয় চরম বিপাকে।

মাদ্রাসার দশম শ্রেনির শিক্ষার্থী মোছাঃ সুরাইয়া খাতুন বলেন, আমি ছষ্ঠ শ্রেনি থেকে এ মাদ্রাসায় পড়াশোনা করছি পাঁচ বছর ধরে এই প্রতিষ্ঠানে খুব কষ্টকরে পড়া শোনা করতে হয়েছে কারণ আমাদের মাদ্রাসায় ভালো একটি ক্লাস রুম নেই যা আছে তা ক্লাস করার খুবই অনুপযোগী বৃষ্টির সময় সবচেয়ে বেশি ক্লাস করতে কষ্ট হয় ভাঙ্গা টিনের ফুটো দিয়ে ক্লাসরুমে পানি পড়ে বই খাতা ভিজে যায় তখন ঠিকমত ক্লাস হয় না আবার একটু বৃষ্টি হলে সহপাঠিরা ক্লাসে আসতে চায় না কারন বৃষ্টি হলে আমাদের বইখাতা ভিজে যায়। আমাদের একটায় দাবি আমাদের মাদ্রাসায় একটি ভালো বিল্ডিং যেন হয় তাহলে আমাদের পড়ালেখা করতে আর কষ্ট হবে না।

মাদ্রাসার ৮ম শ্রেনির শিক্ষার্থী ফরিদুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসায় মাটির ঘরে ক্লাস করতে হয়, ঠিকমত আমরা ক্লাস করতে পারি না। আজ বৃষ্টি হয়েছে সহঠীরা অনেকে ক্লাসে আসেনি, কারন ঝড় বৃষ্টিহলে মাটির ঘরে পানি পড়ে মাটির ঘর গুলো দেয়ালে ফাটল ভাঙ্গা টিন যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে এজন্য অনেকে ক্লাসে ঠিকমত আসে না। অন্য স্কুল মাদ্রাসায় ভালো ভালো বিল্ডিং ও ক্লাস রুম থাকলেও আমাদের মাদ্রাসায় নেই। আমরা চাই আমাদের মাদ্রাসায়ও ভালো ভালো ক্লসরুম তৈরি করা হউক তাহলে আমাদের ক্লাস করতে অসুবিধা হবে না।

মাদ্রাসার সহকারি শিক্ষক গোলাম রাব্বানী বলেন,আমরা দীর্ঘদিন ধরে মাদ্রাসার এমন জরাজীর্ণ অবস্থায় ও মাদ্রাসার ক্লাস পরিচালনা করে আসছি। মাদ্রাসার ফলাফল ভালো করে থাকি কিন্তু আমাদের মাদ্রাসায় একটা বিল্ডিং পাইনা একটা ভালো পরিবেশ দিয়ে বাচ্চাদের ভালোভাবে লেখা পড়ার পরিবেশ তৈরি করে দিতে পারি না। এসব ঝুকিপুর্ণ ঘরে নিজের জীবনের ঝুকি নিয়ে ও ছাত্র ছাত্রীদের জীবনের ঝুকি নিয়ে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি ।

মাদ্রাসার সুপার রফিকুল্লাহ সরকার বলেন, আমাদের এ মাদ্রাসাটি ১৯৯৮ সালে স্থাপিত করা হয় ২০০৫ সালে পাঠদানের অনুমতি পাই। সবচেয়ে দুঃখের বিষয় হলো মাদ্রাসাটি যখন স্থাপিত হয় তখন তিনটি মাটির রুম দিয়ে ক্লাস শুরু হয়। পরে মাদ্রাসাটিতে লেখা পড়া সুন্দর হওয়ায় ও ছাত্র ছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করায় এলাকাবাসির সহযোগীতায় ‍তিনটি পাকা রুম তৈরি করা হয় । শ্রেনি কক্ষের সংকট ও জরাজীর্ণ অবস্থা দেখে ২০১৬ সালে বিল্ডিংয়ের জন্য আবেদন করা হয় এবং স্থানীয় চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতির মাধ্যমে মাননীয় এমপি মহাদয়ের কাছেও আবেদন করা হয়। পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৯ সালে এমপিওভুক্ত হয় মাদ্রাসাটি। এমপিওভুক্ত হওয়ার পরেও কয়েকবার এমপি মহোদয়ের কাছে বিল্ডিং এর জন্য আবেদন করা হয় হবে হবে করে অজানা কারনে আবেদনের ৬ বছরেও বিল্ডিং বরাদ্দ পেলাম না। বিল্ডিং না থাকায় ছাত্র ছাত্রীদের খুবই কষ্ট করে পড়া লেখা করতে হয়। আমাদের ছাত্র ছাত্রীদের ভোগান্তির দিকে খেয়াল করে নতুন ভবন নির্মান করা হোক।মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ ।

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান হেলাল সরকার মুঠোফোনে বলেন, মাদ্রাসা ভবনের জন্য আবেদন করা হয়েছে আমাদের চেষ্টা চলছে ভবন নির্মানের জন্য।ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী বলেন, বাসুদেবপুর হাইউল উলুম দাখিল মাদ্রাসায় শ্রেনিক্ষক সংকট সেখানে ছাত্র ছাত্রীরা ঝুকিপুর্ণ ভাবে ক্লাস করেন। এটার সমাধান হওয়া উচিৎ প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির মধ্যমে এমপি মহোদয়ের কাছে প্রস্তাব যায় সে হিসেবে পাশ হয়ে আসে। উপজেলায় যতগুলো প্রতিষ্ঠানে শ্রেনিক্ষক সংকট আছে সবগুলোতে নতুন ভাবে ভবন নির্মান করা হবে সে অনুযায়ী চাহিদা পাঠানো হবে বলেও জানান তিনি ।

শেয়ার