Top

দিনাজপুরে ৬ মামলায় আসামি তিন হাজার, গ্রেফতার ৪৭

২৫ জুলাই, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
দিনাজপুরে ৬ মামলায় আসামি তিন হাজার, গ্রেফতার ৪৭
দিনাজপুর প্রতিনিধি :

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দিনাজপুরে সহিংসতার ঘটনায় ছয়টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৭ জনকে।

পুলিশ বাদী হয়ে দুটি এবং জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও অপর দুই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে চারটি মামলা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের মধ্যে অন্যরা হলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, বিরল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রশিদ কালু, কাহারোল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি।

গ্রেফতার সবাইকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফরিদ হোসেন।

এসকে

শেয়ার