Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ফরিদগঞ্জে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী

১৪ জানুয়ারি, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
ফরিদগঞ্জে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী

চাঁদপুর প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।

১৩ জানুয়ারি বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার ফরিদগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাচাই বাছাই করেই দলীয় মনোনয়ন দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীরা তাদের জয়ের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং নৌকা প্রতীককেই জয়ী করবেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের নৌকা প্রতীক পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নিজ উপজেলায় আনন্দ মিছিল বের হয়। তবে এমন চমক দেখাবেন এই প্রবীন নেতা এমনটা কেউ ভাবতে পারেন নি।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ফরিদগঞ্জ পৌরসভা সহ দেশের ৫৬টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার