Top

জবি শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় আনার আহবান

১৮ মে, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
জবি শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় আনার আহবান
জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় আনার আহবান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এ আহবান জানান।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানায়তনে ড. রোজিনা পারভীন এর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ আহবান জানান।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যেনো শিক্ষকদের স্বাস্থ্য বীমার বিষয়ে পদক্ষেপ নেয় সে ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি।

বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রোজিনা পারভীন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

চলতি বছরের ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোজিনা পারভীন মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

 

শেয়ার