Top
সর্বশেষ

ফ্রান্সে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, দেশজুড়ে লকডাউন

১৫ জানুয়ারি, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
ফ্রান্সে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, দেশজুড়ে লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ফ্রান্সের অবস্থা ‘উদ্বেগজনক’ উল্লেখ করে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এই ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ডিসেম্বর থেকেই ফ্রান্সে রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কারফিউ রয়েছে বিভিন্ন স্থানে; নতুন ঘোষণা অনুযায়ী শনিবার থেকে দেশজুড়ে সন্ধ্যা ৬ টা থেকে কারফিউ জারি থাকবে।

প্রধানমন্ত্রী জিন বলেন, করোনার সংক্রমণ বাড়ছেই; দেশের অবস্থা উদ্বেগজনক। বাইরের দেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে অস্তিত্ব শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছে মহামারি করোনা। ফ্রান্সে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ হাজার মানুষের।

ফ্রান্সে কারফিউ জারির ঘোষণায় বলা হয়েছে, সারাদেশে অন্তত ১৫ দিন এই ঘোষণা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সবাইকে ঘরে থাকতে হবে। বিকেল ৫টার মধ্যে কাজ করে ঘরে ফিরতে হবে।

কারফিউ থাকাকালীন নিত্য প্রয়োজনীয় ও জরুরি ছাড়া সব ধরনের দোকানপাট-শপিংমল বন্ধ থাকবে।

নতুন করে কারফিউ জারির আগে থেকেই দেশটির যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি, সেসব এলাকায় এমন অবস্থা জারি রয়েছে। এতে সংক্রমণ কিছুটা কমেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এর বিপক্ষেও মত দিয়েছেন কেউ কেউ।

শেয়ার