Top

আলোর পথে বিদ্যালয়হীন গ্রাম

২২ মে, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
আলোর পথে বিদ্যালয়হীন গ্রাম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গেলেও চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামটি ছিলো বিদ্যালয়হীন।

প্রথম শ্রেণির ফরিদগঞ্জ পৌরসভার এ ওয়ার্ডে সরকারি কিংবা বে-সরকারী উদ্যোগে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেনি। এখানকার শিক্ষার্থীরা পাশ^বর্তী ইউনিয়ন কিংবা দূর-দুরান্তের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করছে। এনিয়ে এখানকার গ্রামবাসীর দু:খের শেষ নেই।

তবে বিদ্যালয়হীন এ গ্রামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মহৎ উদ্যোগ নিয়েছেন ঢাকা ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন। এতে বিদ্যালয়হীন পশ্চিম বড়ালী গ্রামের হাজারও শিক্ষার্থীসহ অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিদ্যালয়হীন গ্রামটি আলোর পথে ফিরবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

জানা যায়, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি আব্বাস উদ্দিন গত শুক্রবার সকালে চতুরা এলাকায় ‘ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসা’ নামে একটি ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর মায়ের নামে স্থাপিত প্রতিষ্ঠানে সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন তিনি। পাশাপাশি ফোরকানিয়া মাদ্রাসার কাজ শেষে পশ্চিম বড়ালী গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ শুরু হবে।

মো. শাহজাহান কন্ট্রাকটারের সভাপতিত্বে ও শিক্ষক আবদুর রবের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। তিনি বলেন, ‘এ সমাজের আলো বাতাসে আমরা বড় হয়েছি। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সমাজ এবং মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে। ভবন নির্মাণ কাজ শেষ হলে দ্রুতই এখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খতেজা বেগম, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুল হক, শিক্ষক সফিকুর রহমান প্রমুখ।

শেয়ার