Top

ঝালকাঠিতে সফল ফ্রিল্যান্সারা পেলো প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ

৩১ মে, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে সফল ফ্রিল্যান্সারা পেলো প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ

ঝালকাঠিতে সফল ফ্রিল্যান্সারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৯ জন সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক মো.জোহর আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক ডেপুটি কালেকটরের (এনডিসি) মো: বশির গাজীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ফ্রিল্যান্সার প্রশিক্ষণে অংশ নেয়া তরুণ তরুণীদের মধ্যে ঝালকাঠি জেলার তিন জন, পটুয়াখালি, জামালপুর, রাজশাহী ও ময়মনসিংহ এক জন এবং রাজবাড়ি জেলা দুই জন এ ল্যাপটপ উপহার পেয়েছেন।

ঝালকাঠি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আইসিটি ‍বিভাগ অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ শেষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ল্যাপটপ বিতরণ করে।

শেয়ার