Top

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ি অনুষ্ঠিত হবে: আমির হোসেন আমু

২৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ি অনুষ্ঠিত হবে: আমির হোসেন আমু
ঝালকাঠি প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন,বর্তমানে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ি রাষ্ট্র পরিচালিত হবে।তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ইস্যু গ্রহণযোগী হবে না।

বর্তমানে বিএনপি’র মাথায় পাকিস্তানি প্রেম ও পাকিস্তান প্রীতি জেগে উঠেছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি’র মাথায় থাকা পাকিস্তানি ভুত ও প্রেত্মাদের সরাতে হবে।

তিনি বুধবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝালকাঠি রোনালস রোডস্থ বিশাল সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির প্রধান বক্তা ছিলেন। অন্যদের মধ্যে সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলি তালুকদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, যুবলীগ আহ্বাযক রেজাউল করিম জাকির প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার