Top

ক্যাপিটলে হামলার পর ট্রাম্পের সমর্থনে ধ্বস

১৬ জানুয়ারি, ২০২১ ৫:১০ অপরাহ্ণ
ক্যাপিটলে হামলার পর ট্রাম্পের সমর্থনে ধ্বস

আমেরিকার ক্যাপিটল হিলে হামলা ও তান্ডব চালানোর পর সমর্থন কমেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

আল জাজিরার প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার প্রকাশিত তিন জনমত জরিপের ফলে ট্রাম্পের সমর্থন কমার এমন তথ্য উঠে এসেছে।

জরিপের একটিতে দেখা যায়, ক্যাপিটল হিলে হামলার বিরোধিতা করেছেন বিপুলসংখ্যক আমেরিকান। বাকি দুইটি জরিপের ফলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক মনে করেন, ট্রাম্পকে ফের ক্ষমতায় বসানোর চেষ্টা ঠেকানো উচিত।

ক্যাপিটল হিলে হামলার পেছনে ট্রাম্পের হাত নেই বলে মত দেন জরিপে অংশ নেয়া রিপাবলিকান পার্টির বেশ কিছু সমর্থক।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ মতামত জরিপের ফল প্রকাশ করে। এর আগের দিন প্রকাশ হয় রয়টার্স-ইপসসের জরিপের ফল।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে ২৯ শতাংশ।

ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৮৯ শতাংশ ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার বিপক্ষে মত দেন।

হামলার সময় ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দিতে যৌথ অধিবেশন চলছিল কংগ্রেস ভবনে।

হামলায় প্ররোচনার অভিযোগে ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসন করে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা ও ভাঙচুরের পর সমর্থন কমেছে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।

স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার প্রকাশিত তিন জনমত জরিপের ফলে এমন তথ্য উঠে এসেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

তিন জরিপের একটিতে দেখা যায়, ক্যাপিটল হিলে হামলার বিরোধিতা করেছেন বিপুলসংখ্যক আমেরিকান। বাকি দুইটি জরিপের ফলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক মনে করেন, ট্রাম্পকে ফের ক্ষমতায় বসানোর চেষ্টা ঠেকানো উচিত।

ক্যাপিটল হিলে হামলার পেছনে ট্রাম্পের হাত নেই বলে মত দেন জরিপে অংশ নেয়া রিপাবলিকান পার্টির বেশ কিছু সমর্থক।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ মতামত জরিপের ফল প্রকাশ করে। এর আগের দিন প্রকাশ হয় রয়টার্স-ইপসসের জরিপের ফল।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে ২৯ শতাংশ।

ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৮৯ শতাংশ ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার বিপক্ষে মত দেন।

হামলার সময় ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দিতে যৌথ অধিবেশন চলছিল কংগ্রেস ভবনে।

হামলায় প্ররোচনার অভিযোগে ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসন করে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস।

২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ নেয়ার পর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ট্রাম্পের বিচার শুরু করবে।

শেয়ার