Top

বগুড়ায় ৩ পৌরসভা নির্বাচন: বিজয়ী কারা

১৭ জানুয়ারি, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
বগুড়ায় ৩ পৌরসভা নির্বাচন: বিজয়ী কারা
বগুড়া প্রতিনিধি :

বগুড়ার তিনটি পৌরসভা নির্বাচনে দুটিতে আওয়ামীলীগ-বিএনপি ভাগাভাগি, একটিতে বিএনপির বিদ্রোহী প্রাথীয় মেয়র নির্বাচিত হয়েছেন।

সান্তাহার পৌরসভায় টানা ৩য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত তোফাজ্জল হোসেন ভুট্রো (ধানের শীষ), সারিয়াকান্দিতে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মতিউর রহমান মতি (নৌকা) এবং শেরপুর পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপি’র বহিস্কৃত নেতা জানে আলম খোকা (জগ)। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

সারিয়কান্দি পৌরসভায় ৬৫৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মতিউর রহমান মতি (নৌকা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী আলমগীর শাহী সুমন নারিকলে প্রতীকে পেয়েছেন ২৭৯৬ ভোট, বিএনপির সাবিনা ইয়াসমিন বেবি ধানের শীষে পেয়েছেন ৪৯১ ভোট।

শেরপুর পৌরসভায় জগ প্রতীকে ৮৭৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি’র বহিস্কৃত নেতা জানে আলম খোকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের আব্দুস সাত্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬৮১ ভোট, বিএনপির স্বাধীন কুমার কুন্ডু ধানের শীষে পেয়েছেন ৪১৪৪ ভোট।

সান্তাহার পৌরসভায় টানা ৩য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত তোফাজ্জল হোসেন ভুট্রো (ধানের শীষ)। তিনি পেয়েছেন ৭৭৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের আশরাফুল আলম মন্টু নৌকায় পেয়েছেন ৭৪০২ ভোট।

 

শেয়ার