Top

প্রাথমিক নিয়োগ পরীক্ষা: পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ

০৮ জুন, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
প্রাথমিক নিয়োগ পরীক্ষা: পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবীতে গোপালগঞ্জে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে পরীক্ষার্থীরা। নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া সাধারণ পরীক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।

বুধবার (০৮ জুন) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে পরীক্ষা বাতিলের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। পরে সেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবীতে বিক্ষোভ শুরু করে শ্লোগান দেয়। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি শেপ করেন।

পরীক্ষার্থী রথীন বিশ্বাস, বিষ্ণু মন্ডল ও সুব্রত বাকচী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলোতে ব্যপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। শিক্ষকদের সহায়তায় ডিভাইস, মোবাইল ফোন ও এসএমএস-এর মাধ্যমে অনেক পরীক্ষার্থী উত্তর দিয়েছে। এতে যোগ্যরা নিয়োগ পাবেন না।

তারা আরো বলেন, গত ৩ জুন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দূর্নীতির অভিযোগে ৩২ পরীক্ষার্থীকে আটক করে ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই উক্ত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবী জানান তারা।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, এ ঘটনার সাথে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ওই দিনই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকীদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি মন্ত্রাণালয়কে জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিপি/এসকে

শেয়ার