Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

নীলফামারীতে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

১১ জুন, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
নীলফামারীতে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে
এম.আবুল হোসেন শাহ্, নীলফামারী :

নীলফামারীতে ৩ লাখ ৬ হাজার ৩১২জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। আগামী ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলার ছয় উপজেলা ও দুই পৌরসভার এ কার্যক্রম চলবে।

গতকাল শনিবার বিকালে শহরের পুরাতন হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্যবিভাগ আয়োজিত সাংবাদিকদের অরিয়েন্টশন কর্মশালা এ তথ্য জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সহসভাপতি আতিয়ার রহমান, ভুবন রায় নিখিল, জেলা স্বাস্থ্য বিভাগের জেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩০ হাজার ৭২৩জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৫৮৯জন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল। ক্যাম্পেইন সফল করতে জেলার ৬ উপজেলা ও দুটি পৌরসভায় এক হাজার ৫৮৭টি কেন্দ্র স্থাপন করা হবে। কাজ করবেন তিন হাজার ১৭৪জন স্বেচ্ছাসেবক এবং ১৯১জন শ্রেণির সুপারভাইজার।

চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,‘এই ক্যাপসুলের কার্যকারিতা ৬ মাস পর্যন্ত। এ কারণে ৬ মাস অন্তর এ ক্যাম্পেইন হয়। ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং মৃত্যু ঝুঁকি কমায়।’

সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘আমাদের মায়ের মধ্যে সচেতনতা বেড়েছে, শিশুরা মায়ের দুগ্ধ পানে বাংলাদেশ পৃথিবীর ৯৮টি দেশের মধ্যে প্রথম স্থানে আছে। এ কারণে আমাদের ভিটামিন ‘এ’ ঘাটতি ক্রমান্বয়ে কমছে। এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমাদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর প্রয়োজন হবে না।’

শেয়ার