ডিসি বলেন- জেলায় মাদকের বিরুদ্ধে আমরা জিরোটলারেন্স ঘোষণা করতে চাই। তবে পাহাড়িরা যারা চোলাই মদ খাওয়ার জন্য তৈরি করেন তারা তাদের বাড়িতে সীমাবদ্ধ থাকবেন। বিক্রির উদ্দেশ্যে তৈরি করলে আমরা ব্যবস্থা নিবো।
ডিসি আরও বলেন- সামনে বর্ষাকাল। পাহাড় ধ্বস হওয়ার সম্ভবনা রয়েছে। যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন তারা দ্রুত নিরাপত্ত স্থানে সরে আসুন। এ ব্যাপারে প্রশাসন যেমন কাজ করছে তেমনি সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান ডিসি।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার পরিচালনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।