Top

আড়াই মাস পর শনাক্ত শতাধিক

১২ জুন, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
আড়াই মাস পর শনাক্ত শতাধিক
নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন ১০৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জন।

রোববার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। এর আগে গত ২৫ মার্চ একদিনে শনাক্ত ছিল ১০২ জন। এরপর আর শতকের ঘর অতিক্রম করেনি।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০৯ জন। আড়াই মাস পর শনাক্তের সংখ্যা আবারও শতাধিক হলো। এ সময়ে শনাক্তের সংখ্যা ৮০ জনে সীমাবদ্ধ ছিল। একইসঙ্গে বেড়েছে শনাক্তের হার। শনিবার (১১ জুন) এক শতাংশের কাছাকাছি থাকলেও রবিবার তা দুই শতাংশ ছাড়িয়েছে। এরমধ্যে ঢাকা শহরেই শনাক্ত হয়েছে ১০১ জন।

রোববার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ১০৩ জন, চট্টগ্রামে ২ জন এবং রাজশাহীতে ৪ জন।

 

 

বিপি/ এমএইচ

শেয়ার