Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

চিরিরবন্দরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১৩ জুন, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
চিরিরবন্দরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের হত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুন) দুপুরে চিরিরবন্দর উপজেলা চত্বরে নারী উন্নয়ন ফোরামের আয়োজনে নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানুর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধরনের উন্নয়নের মাধ্যমে নারীদের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। কারণ জাতির অর্থনৈতিক পরিবর্তন আনতে হলে নারীদের ভুমিকা অপরিসীম। বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধন পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। তাই সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু বলেন, আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে নারীকে শতভাগ কর্মমুখী করতে হবে। এর মধ্য দিয়েই দারিদ্র্য ও বেকারমুক্ত হবে দেশ। বাস্তবায়ন হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ। সেই লক্ষ্যেকে সামনে রেখে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে নারী উন্নয়ন ফোরাম চিরিরবন্দর কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক(মুকুল), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো সারোয়ার হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন আরো উপস্থিত ছিলেন, হতদরিদ্র ভুক্তভোগী নারীরা।

সেলাই মেশিন পেয়ে আক্তারিনা বেগম বলেন, আমি গরিব মানুষ সেলাই মেশিন কেনা সম্ভব না আমার । আমি নারী উন্নয়ন ফোরাম চিরিরবন্দর এর কাছ থেকে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে অনেক খুশি। এই সেলাই মেশিন এর মাধ্যমে কাজ করে আমার পরিবারসহ গ্রামের মানুষদের জামা কাপড় বানিয়ে যে আয় হবে তাতে আমার সংসারে একটু হলেও স্বচ্ছলতা আসবে।

শেয়ার