Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ: পাঁচ দিনেও মেলেনি সন্ধান

১৪ জুন, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ: পাঁচ দিনেও মেলেনি সন্ধান

মো. আদনান সাহিল, বয়স ১২ বছর। সে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউপির তিস্তা আল জামিয়া ইসলামিয়া মডেল হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গত শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আদনান সাহিল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের আব্দুল হালিমের দ্বিতীয় পুত্র। আব্দুল হালিম রোববার লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজের এক দিন পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবাইল ফোনে জানানো হয় আদনান সাহিলের বাবা আবদুল হালিমকে। পরবর্তী ঐ নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভড করেনি।

ডায়েরিতে আরও বলা হয়, নিখোঁজ আদনানের পরিবারের ধারণা মাদ্রাসাকর্তৃপক্ষ হয়ত তাদের ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করে কিংবা কোথায়ও লুকিয়ে রেখেছে। সেইসঙ্গে ধারণা করা হচ্ছে মাদ্রাসার শিক্ষক কর্তৃক আদনানের বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মো. মজিবর রহমানকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম জানান, নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত করছেন। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউপির তিস্তা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ১৯৯৯ সালের প্রতিষ্ঠিত হয় হযরত ফাতেমাতুজ্জহরা দাখিল মাদরাসা। পরে আল জামিয়া ইসলামিয়া মডেল হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চালু করা হয়।

আদনানের পিতা আব্দুল হালিম 01847-432401
লালমনিরহাট থানা ওসি মো. শাহা আলম 01320-134371
মাদ্রাসার সুপার মো. মজিবর রহমান 01716-877873

শেয়ার