ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকাল ৪টা পযর্ন্ত।
আজ বুধবার (১৫ জুন) সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা।
প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আনসার, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমান আদালত।
গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থী ১০ জন হলেও ৯ জন সরে দাঁড়িয়েছেন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ৬০ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ২১ জন। এই পৌরসভায় নির্বাচন উন্মূক্ত করে দেয়া হলেও ১০ প্রার্থীর মধ্যে ৯জনই নির্বচন থেকে সরে দাড়ান আগেই। তারা সবাই প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়েছেন। ১৫টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৬৬৭ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
মুকসুদপুর পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ৫ জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১০ জন। মুকসুদপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতিকসহ মোট ৫জন মেয়র পদে নির্বাচন করছেন। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে মোট ভোটার ১৭ হাজার ৬২৭ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, এই দুই পৌরসভায় ইভিএম মেসিনে ভোট গ্রহণ চলছে।