শরীয়তপুরের শিমুলিয়া ও মাঝিকান্দি রুটে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুই ফেরির সংঘর্ষের ঘটনায় বিআইডব্লিউটিসির ডিজিএম (মেরিন) একেএম শাহাজাহানকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহামেদ আলী।
তদন্ত কমিটির মধ্যে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহমেদ আলী ও মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।
বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহামেদ আলী বলেন, দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করার পর থেকে কাজ শুরু করেছে তারা।
ফেরির চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, রাত থেকেই পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এই স্রোতের মধ্য দিয়ে ফেরি চলাচল করছিল। ভোররাতের দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল এই দুই ফেরির নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ফলে বেগম রোকেয়া ও সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুইটি ফেরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ফেরিতে থাকা একজন গাড়ি চালক আহত হন। আরেকজন চালক নদীতে পড়ে যান। সংঘর্ষের পর দুই ফেরির নিজ গন্তব্যে পৌঁছে ফেরি থেকে যান-বাহন ও যাত্রী নামান।
বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, নদীতে অনেক স্রোত ছিল। জাজিরা পয়েন্টের কাছাকাছি মোড়ে এলে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি সুফিয়া কামালের সাথে আমার ফেরির মুখমুখি সংঘর্ষ হয়। এতে আমার ফেরিতে থাকা ৮ থেকে ১০টি গাড়ির ক্ষতি হয়েছে। এ ছাড়া একজন ট্রাকচালক নিহত ও নদীতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন।
বিপি/ আই এইচ