শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেওয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাককে বদলি করা হয়েছে। গত ৪ আগস্ট তাকে সিলেটের সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাহার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন/ন্যাস্ত করা হলো।
এতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির ৫ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা তাহার দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় ছয় দিনের দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছে বলে গণ্য হবে।
এর আগে একই দিন এই সহকারী সার্জনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুমন কুমার পোদ্দার স্বাক্ষরিত নোটিসে ডা. আব্দুর রাজ্জাককে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।
নোটিসে উল্লেখ করা হয়, আপনাকে এই মর্মে কৈফিয়ত তলব করা যাইতেছে যে, আপনি অদ্য ০৪/০৮/২০১৪ ইং তারিখ কোটা সংস্কার আন্দোলনে অংশ গ্রহণের বিষয়ে যোগাযোগ মাধ্যম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর এর মাধ্যমে নিম্ন স্বাক্ষরকারী অবগত হন। কিন্তু বাংলাদেশ সার্ভিস রুলসে বলা আছে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন পোষ্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আপনার এই কর্মকান্ড সরকারী কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা ২০১৮ এবং সরকারী চাকুরী বিধিমালা ২০১৯ অধ্যাদেশ অনুযায়ী গুরুতর অপরাধ। তাই কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে না উহার জবাব অত্র পত্র প্রাপ্তির ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে নিম্নে স্বাক্ষরকারী কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হইল।
তবে সরকারের ভাবমূতি ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কাজে তিনি যুক্ত হননি বলে উল্লেখ করেন ডা. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বলেন, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তাকে হয়রানি করা হয়েছে।
এম জি