Top
সর্বশেষ

এক প্রান্তিক চাষির ভালো থাকার গল্প

১৯ জুন, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
এক প্রান্তিক চাষির ভালো থাকার গল্প
ঠাকুরগাঁও প্রতিনিধি: :

নিজের বলতে মাত্র দেড় বিঘা জমি। তিনি তাতে পরিকল্পিত উপায়ে চাষাবাদ করে সংসার চালাচ্ছেন, সন্তানদের লেখাপড়া শিখিয়েছেন, অন্য কৃষকদের উৎসাহিত করেছেন, গাছের চারা কৃষকদের জন্য সহজলভ্য করেছেন। খুব অল্পতেই কীভাবে ভালো থাকা যায় তার এক উদাহারণও তৈরি করেছেন তিনি।

আব্দুর রশিদ। বাস করেন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের অন্তর্গত ঢাঙ্গিপুকুর গ্রামে। নিজের বসত ভিটার পাশেই সব মিলিয়ে দেড় বিঘা জমি তাঁর। একসময় তাতে প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করতেন। কিন্তু বছর শেষে হিসেব মিলিয়ে দেখতেন লাভের অংকটা খুব সামান্য। সংসারে অভাব অনটন লেগেই থাকে। তিনি ভাবলেন, এভাবে হবেনা, নিজের জমিটুকু ব্যবহার করে অন্যকিছু করার ভাবনা মাথায় এলো। প্রথমেই পরিকল্পনা নিলেন একটি নার্সারি গড়ে তুলবেন। পরিকল্পনা মোতাবেক নার্সারি গড়ে তুলে প্রথম যে প্রতিবন্ধকতার সম্মুখীণ হলেন তা হলো কৃষি শ্রমিকের দুস্প্রাপ্যতা, অধিক মজুরি, অতিরিক্ত সার এবং কীটনাশকের প্রয়োজনীয়তা, চারার ন্যায্যমূল্য না পাওয়া ইত্যাদি। তিনি আবার সরে এলেন নার্সারি থেকে।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বেড়াতে গিয়ে পরিচিত হলেন চা বাগান আর তেঁতুলিয়া অঞ্চলে স্থানীয়ভাবে কাঞ্চনবাঁশ নামে পরিচিত বিশেষ প্রজাতির বাঁশের সাথে। বাগানে বাগানে ঘুরে শিখলেন বাঁশের কঞ্চিচারা এবং চা চারা তৈরির পদ্ধতি। ফিরে আসার সময় সাথে করে নিয়ে এলেন একটি বাঁশের কঞ্চিচারা এবং একটি চা গাছের ডাল। বাঁশের গাছটি লাগালেন ঘরের পাশে পতিত জমিতে আর চায়ের ডাল কেটে শেখা পদ্ধতিতে চারা করতে দিলেন। কিছুদিনের মধ্যেই শিকড় গজিয়ে ওঠা চা চারাগুলো লাগালেন জমিতে। সে গাছাছগুলো বড় হয়ে উঠলে সেগুলোর ডাল সংগ্রহ করে আবার চারা করলেন।

এভাবে পুরো দেড় বিঘা জমিতেই গড়ে তুললেন চা বাগান। চা বাগানের পাশ দিয়ে লাগালেন সুপারি গাছ। অপরদিকে বড় হতে থাকে বাঁশের থোপ। সেখান থেকে তিনি কঞ্চিচারা তৈরি করতে শুরু করলেন। কিছুদির পর থেকেই তিনি চা পাতা বিক্রি শুরু করেন। এরপর বছর দুই পরে বিশালাকৃতির বাঁশ আর বাঁশের চারা বিক্রিও শুরু করেন। ফিরে আসে আব্দুর রশিদের পরিবারের স্বচ্ছলতা। তাঁকে দেখে এবং তাঁর অনুপ্রেরণায় চা বাগান শুরু করেন তার বড় ভাই এবং এক ভাতিজা। তাঁরাও এখন ভালো আছেন।

আব্দুর রশিদ সাধারণ চোখে একজন কৃষক হলেও তাঁর বিশেষত্ব হল তিনি নিজেই কৃষি নিয়ে গবেষণা করেন, সহজ পদ্ধতিতে চারা উৎপাদন এবং স্বল্পমূল্যে কৃষকদের কাছে বিক্রি করেন, সার এবং কীটনাশকের ব্যবহার সীমিত করেছেন, কৃষকদের এসব বিষয়ে উৎসাহিত করেছেন। নিজের যা এবং যতটুকু আছে তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করেছেন। চায়ের বাগান করতে গিয়ে কোন সমস্যায় পড়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “সমস্যা একটাই, তা হলো মাঝে মাঝে কোম্পানিগুলো চা পাতার দাম একেবারে কমিয়ে দেয়, তখন আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। তাছাড়া কোন সমস্যা নেই, চা পাতা, বাঁশ, সুপারি এবং এসবের চারা বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়।

আব্দুর রশিদের দুই ছেলে। তারা লেখাপড়া করে একজন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করছেন, অপরজন উচ্চমাধ্যমিক পাশ করে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে চাকরির চেষ্টা করছেন। “আপনার ছেলেরা কৃষিকাজে এগিয়ে আসেনি”? একথা বলতেই আব্দুর রশিদ উদাস চোখে তাকিয়ে থেকে কান্নাজড়িত কন্ঠে জবাব দিলেন, “ওরা লেখাপড়া শিখেছে, ওদের কাছে এটা ভালো লাগেনা। আমি ওদের কৃষিকাজে আগহ সৃষ্টি করতে পারিনি”।

 

শেয়ার