Top
সর্বশেষ

রংপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
রংপুরে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

জমির আইল নিয়ে বিরোধের জের ধরে রাজা মিয়া নামে এক কৃষককে হত্যার দায়ে ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালতের বিচারক।

বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তারিখ হাসান এই রায় প্রদান করেন। আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। মামলায় অপর ১৮ আসামীকে বেকতসুর খালাস দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর এলাকার মৃত নিজাম উদ্দিনের পুত্র আনছার আলী, শামসার আলী, একই এলাকার আব্দুল মজিদের পুত্র আবু সায়েম, মফিজ উদ্দিনের পুত্র আব্দুল লতিফ, আব্দুস ছাত্তারের পুত্র শাহআলম, হোসেনপুর এলাকার আব্দুল কুদ্দুছের পুত্র আল আমিন, মিনাজ মিয়ার পুত্র বাদশা মিয়া, আনছার আলীর পুত্র আনিছার রহমান।

মামলার বিবরনে জানা গেছে, ২০০৭ সালে ২৬ মে পীরগগঞ্জের একটি বিলের জমির আইলের বাঁধ নির্মাণ করাকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলার ভগবানপুর এলাকার কৃষক রাজা মিয়াকে হত্যা করে দন্ডপ্রাপ্ত আসামীরা।

ওই ঘটনায় নিহত রাজা মিয়ার বড় ভাই আমছার আলী ৩২ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষি, যুক্তির্তক শেষে আসামীদেও বিরুদ্ধে আনিত অভেযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় বিচারক বুধবার

বিকেলে ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে। অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। মামলায় বাকি ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয় আদালত। মামলা চলাকালীন অবস্থায় ৩ আসামীর মৃত্যু হওয়ায় তাদেরকে চার্জসীট থেকে বাদ দেয়া হয়। মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে।

রাষ্টপক্ষের আইনজীবী নয়নুর রহমান টপি সন্তোষ প্রকাশ করে বলেন বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। অন্যদিকে আসামী পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী ও এমদাদুল হক এ্যাডভোকেট বলেন তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

 

শেয়ার