ঈদকে সামনে রেখে রংপুরের বিভিন্ন এলাকায় গরু ও ছাগল চুরি বৃদ্ধি পেয়েছে। প্রাইভেট কার যোগে ছাগল চুরি করে পলিয়ে যাবার সময় জনতার ধাওয়া খেয়ে কারটি রেখে পালিয়ে যায় চোরেরা। পরে কার থেকে ৫টি ছাগল উদ্ধার করে কারটি ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।
ঘটনাটি ঘটে বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায়। পরে প্রাইভেটকার ও ছাগলগুলো পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, বানিয়াপাড়া এলাকার একটি প্রাইভেট কার সড়কের পাশ থেকে কয়েকটি ছাগল কারে তুলে নিতে দেখে স্থানীয়রা। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা প্রাইভেটকারটিকে ধাওয়া করেন। কারটি থামানোর জন্য স্থানীয় এক যুবক মোটরসাইকেল দিয়ে এর গতিরোধের চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কে থাকা একটি ছাগলকেও চাপা দিলে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়। ধাওয়ার এক পর্যায়ে রংপুর নগরীর লাকিপাড়া এলাকায় প্রাইভেটকার ও ছাগল রেখে পালিয়ে যায় চোরের দল। পরে কারের ভেতরে থাকা ৫টি ছাগল উদ্ধার করে কারটি ভাংচুর করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও ৫টি উদ্ধার করে ছাগল থানায় নিয়ে আসে।
গাড়ির মালিক ও ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিপি/এএস