Top
সর্বশেষ

খানসামায় ছওয়াব এর অর্থায়নে অসহায়দের টিউবওয়েল বিতরণ

২৪ জুন, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
খানসামায় ছওয়াব এর অর্থায়নে অসহায়দের টিউবওয়েল বিতরণ
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলায় বিনামূল্যে ৯৭ দরিদ্র, বিধবা ও এতিম পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার পাকেরহাট বাজারে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর অর্থায়নে তালিকাভুক্ত এসব পরিবারের মাঝে টিউবওয়েল হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লা, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী, তমিজ উদ্দিন, ইউপি সদস্যা আছিয়া বেগম, সাবেক ইউপি সদস্য মানিক রায়, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন।

ছওয়াবের সিনিয়ার প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লা বলেন, সরেজমিনে দেখে উপজেলার প্রত্যন্ত এলাকায় সঠিক ব্যক্তি, পরিবার ও স্থান নির্বাচন করে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নলকূপ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান এবং এর প্লাটফর্ম তৈরী করা দেয়া হবে।

তিনি আরো জানান, ছওয়াবের মূল উদ্দেশ্য হল দুস্থ পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা। যাতে তৃণমূল পর্যায়ের এসব সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে।

শেয়ার