Top

পদ্মা সেতু প্রকল্প নিয়ে ষড়যন্ত্র, তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

২৮ জুন, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
পদ্মা সেতু প্রকল্প নিয়ে ষড়যন্ত্র, তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক :

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে কমিটি গঠনের পাশাপাশি ওই কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আগামী ২৮ আগষ্ট এ বিষয়টি পরবর্তী শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এ কে এম আমিন উদ্দিন মানিক। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে ডিএজি আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ‘কমিশন গঠনের বিষয়ে রিটে উল্লেখিত এক নম্বর বিবাদী হিসেবে মন্ত্রীপরিষদ সচিব মুখ্য ভূমিকা পালন করবেন। কমিটি গঠন পর ওই কমিটিকেই দুই মাসের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ‘ইউনূসের ক্ষমা চাওয়ার আহ্বান, বিচার দাবি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদনসহ কয়েকটি জাতীয় দৈনিকে একই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ওই বছনের ২০ ডিসেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

রুলে পদ্মা সেতুর নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

পাশাপাশি দোষী ব্যক্তিদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগসচিব ও দুদক চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়।

এছাড়া কমিশন গঠন ও কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে জানাতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সাড়ে চার বছর পর মঙ্গলবার রুলের ওপর শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।

বিশ্ব ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নের জন্য চুক্তি করেও পরে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রথমে তা স্থগিত এবং পরে তা বাতিল করা হয়। তবে এরপরেও সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করে। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত পদ্মা সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করেন।

 

বিপি/ আইএইচ

 

শেয়ার