Top

৩৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

২৯ জুন, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
৩৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফেনী প্রতিনিধি :

ফেনী প্রতিনিধিফেনীর ছাগলনাইয়ার চম্পকনগর সীমান্ত এলাকা জগন্নাথ সোনাপুর থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার মধ্যরাতে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারকালে ৪১৮ পিছ ভারতীয় শাড়ি আটক করেছে ফেনীস্থ ৪ বিজিবি ব্যটালিয়ন। জব্দ করা হয়েছে ভারতীয় পন্য পাচারকালে ব্যবহৃত একটি মিনি পিকআপ।

বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া চম্পকনগর সীমান্ত পিলার ২২০০ থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি।

সীমান্ত থেকে সড়ক পথে ভারতীয় পন্য বাংলাদেশে পাচারকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপ বোঝাই ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি পিকআপ তল্লাশি করে ৪১৮ পিছ ভারতীয় শাড়ি আটক করে। উদ্ধারকৃত ভারতীয় পন্যের আনুমানিক মুল্য ৩৭ লাখ ৮ হাজার টাকা। ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক, পরিচালক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, আটককৃত ভারতীয় পন্য ফেনী কাস্টমস অফিসে জমা করার হয়েছে।

শেয়ার