Top

১০ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেট, টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

২০ জানুয়ারি, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ণ
১০ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেট, টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডের ১ম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ১০ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বাংলাদেশের নতুন অধিনায়ক তামিম ইকবালের এই সিদ্ধান্ত।

আগামী বিশ্বকাপ মাথায় নিয়ে নতুন শুরু করছে বাংলাদেশ ওয়ানডে দল। এই সিরিজে দলে জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ। দেশের ১৩৪ তম ওয়ানডে ক্যাপ পাওয়া ক্রিকেটার তিনি।

বাংলাদেশের ক্রিকেটারদের করোনার কারণে দীর্ঘ আন্তর্জাতিক বিরতি গেলেও মিরপুরের উইকেট বসে ছিল না। দুটি ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে শেরেবাংলার উইকেটে। সর্বশেষ দুই পঞ্চাশ ওভারের ঘরোয়া ম্যাচে আড়াইশ’র ওপরে রান হয়েছে। প্রথম ওয়ানডের উইকেট তাই ব্যাটিং সহায়ক হবে।

উইন্ডিজ অধিনায়ক জেমন মোহাম্মদ তাই টস হারলেও ব্যাটিং পাওয়ায় খুশি। বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমরা তাই শুরুতে ব্যাট করতে পেরে খুশি। এই সিরিজ দিয়ে বাংলাদেশ করোনা পরবর্তী ক্রিকেটে ফিরছে। চারদিকে তাই উচ্ছ্বাসের হাওয়া লেগেছে।’

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মাহেদি হাসান, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জসুয়া ডি সিলভা, সুনিল আমব্রোস, আন্দ্রে ম্যাককার্টি, এনকুরুমাহ বনার, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহমার হ্যামিলটন, রেমন রেইফার, আলজারি জোসেপ, কেমার হোল্ডার।

শেয়ার