Top
সর্বশেষ
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব

ফেনীতে বিজয়ী কাউন্সিলরকে দল থেকে বহিস্কার

২০ জানুয়ারি, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
ফেনীতে বিজয়ী কাউন্সিলরকে দল থেকে বহিস্কার
ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের ২ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, বিজয়ী কাউন্সিলর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকের হোসেন ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দাগনভূঞা পৌরসভা নির্বাচনের পরের দিন ১নং ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের ডিস ব্যবসায়ী ইসমাঈল হোসেন বাবু ও তার ছোট ভাই মো. ইব্রাহিমকে কুপিয়ে গুরুতর আহত করে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী জাকের হোসেন ও তার সমর্থকরা।

অন্যদিকে ৮নং ওয়ার্ডের গনিপুর বাজারের হারুন মেটালের মো, হারুনকে পিটিয়ে গুরুতর আহত করে ৮ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া।

এঘটনা জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নজরে এলে তাদের স্ব-স্ব দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন বিয়য়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জাকির হোসেন ও জিয়াউল হক জিয়া দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন।

শেয়ার