Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

পাবনায় কার্বন উৎপাদনকারী দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

২৭ নভেম্বর, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ
পাবনায় কার্বন উৎপাদনকারী দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার আটঘরিয়ায় পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী দু’টি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং পরিবেশের ক্ষতিসাধন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তাদের এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। এসময় পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মোমিন জানান, আটঘরিয়া উপজেলার চকচৌকিবাড়ী পরানপুর গ্রামে জয়া কোম্পানি লিমিটেড এবং বেলদহ গ্রামে ক্যাপ্টেন চারকোল লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে কয়েক বছর ধরে বিপুল পরিমাণ পাটকাঠি পুড়িয়ে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। এছাড়া, উভয় প্রতিষ্ঠানেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন ছিল না।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে জয়া কোম্পানি লিমিটেডকে ১০ হাজার টাকা এবং ক্যাপ্টেন চারকোল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়।

এনজে

শেয়ার