রংপুর নগরীর ডোবা থেকে শাকিল মিয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিউ জুম্মাপাড়ার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাকিল ওই এলাকার ব্যবসায়ী শাহীন আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাকিল বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। এনিয়ে পরিবারের লোকজন তাকে আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। শনিবার সকালে স্থানীয়রা শাকিলের লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, শাকিল মিয়ার মৃগী রোগ ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে। রাতে ঘর থেকে বেরহবার পর ডোবাতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। সুরতহাল রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি।
কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।