Top

শিক্ষক হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

০২ জুলাই, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
শিক্ষক হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

শিক্ষক হত্যা, ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।

শনিবার প্রেসক্লাব চত্ত্বরে ‘নিপীড়নের বিরুদ্ধে রংপুর’ সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সংগঠক পলাশ কান্তি নাগ, সদস্য রায়হান কবির, সালাউদ্দিন আহেমদ বাবু, নুরে আজম দীপু, নন্দিনী দাস, সবুজ রায়সহ অন্যরা।

কথিত ধর্ম অবমাননার ধোঁয়া তুলে একের পর এক শিক্ষকসহ সাধারণ মানুষকে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাবেশে বক্তারা বলেন, সাভারে শিক্ষক উৎপল সরকারকে পিটিয়ে হত‍্যা, নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে কথিত ধর্ম অবমাননার অভিযোগে নির্যাতন ও বরিশালে দুই শিক্ষককে হয়রানি করা হয়েছে।

এর সাথে জড়িত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

 

শেয়ার