Top

নীলফামারীতে কোরবানীর গরু হাটের চেয়ে খামারে কিনতে আগ্রহ বেশী

০২ জুলাই, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
নীলফামারীতে কোরবানীর গরু হাটের চেয়ে খামারে কিনতে আগ্রহ বেশী
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী কোরবানীর গরু হাটের চেয়ে খামারে কিনতে ক্রেতাদের আগ্রহ বেশি। ফলে নীলফামারী জেলার কোন হাটই এখনো জমে উঠেনি। ক্রেতারা ঝুক ঝামেলা এড়াতে খামারের গরু কনিতে ঝুঁকছেন। জেলার প্রতিটি খামারে কোরবানির গরু দরদামে ও ওজনে বিক্রি হচ্ছে। ফলে খামারে জমে উঠেছে কেনা-বেচা।

নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়ার গৃহবধু রেহানা পারভীন জানান, শহরের মেসার্স ইউছুফ হৃষ্টপৃষ্ট খামার ও ডেইরি ফার্ম থেকে ৬৫ হাজার টাকায় কোরবানির গরু কিনেছি। ঈদের আগের দিন পর্যন্ত খামারে রাখতে পারবো। এ ক্ষেত্রে গরুর পা ভাঙ্গলে বা মারা গেলে খামার কতৃপক্ষ সমুদয় টাকা অথবা অন্য গরু কেনার সুযোগ রয়েছে।

শহরের বাঁশ বাড়ি এলাকার শাহনওয়াজ জানান, যেহেতু খামারটি বাড়ির পাশে তাই গরু কেনার পর কোরবানি ও বর্জ্য অপসারণ সব কাজই করে দেবেন খামার কতৃপক্ষ। এছাড়া গরুর সুস্থতার জন্য প্রাণি সম্পদ বিভাগ সনদপত্র ও দিচ্ছেন। জেলার সৈয়দপুরের বাঁশবাড়ি এলাকার শহীদ আব্দুল কুদ্দুস লেনে গড়ে উঠেছে মেসার্স ইউসুফ হৃষ্টপৃষ্ট ও ডেইরি ফার্মটি।

এখানে প্রায় ৩০০ গরুকে প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। কৃত্রিম কোনো খাবার দেওয়া হয়নি। ফলে এই খামারের গরু প্রতিবছরেই কোরবানি দাতাদের কাছে চাহিদা শীর্ষে থাকে। খামারের গরু দেখাশুনার জন্য ৮ জন শ্রমিক সার্বক্ষণিক কাজ করছেন।

 

শেয়ার