গতবছরের মাঝামাঝি সময় থেকেই বিশ্বব্যাপী চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যুক্তরাষ্ট্রে পুলিশের অমানবিক নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সরব হয় পুরো বিশ্ব, একযোগে শুরু হয় কৃষ্ণাঙ্গদের নিরাপত্তার আন্দোলন। অন্যান্য অঙ্গনের তারকাদের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনও অংশ নিয়েছে এতে।
এবার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার- আন্দোলনে শামিল হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা হাঁটু গেড়ে এক হাত ওপরে তুলে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। যা নিজেদের সবশেষ দুই সিরিজেই নিয়মিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এছাড়া ম্যাচ শুরুর আগে ছোট্ট পরিসরে মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিও উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার অংশ হিসেবে দুই দলের অধিনায়ককে মাঝে রেখে ওড়ানো হয় বেলুন, প্রেসিডেন্টস বক্সের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে বৃষ্টির কারণে মাত্র ১৮ মিনিট পরই বন্ধ হয়ে যায় মাঠের খেলা। বন্ধ হওয়ার আগে ৩.৩ ওভার ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসের উইকেট হারিয়ে তারা করতে পেরেছে ১৫ রান। আউট হওয়া অ্যামব্রিস ৫ বলে করেছেন ৭ রান। এখন অপরাজিত আছেন দুই অভিষিক্ত জশুয়া ডা সিলভা (৯ বলে ৪) ও আন্দ্রে ম্যাকার্থি (৭ বলে ৪)।
উল্লেখ্য, টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। এছাড়া একাদশে সবমিলিয়ে পরিবর্তন ছয়টি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হয়েছে ছয়জনের।