বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের মোঃ শামসুল হুদা লুকমানের ছেলে মোঃ রাশিদুল হক মনি (২২), রাম্মন গ্রাম গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে মোঃ কামরুজ্জামান রনি (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হরমা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ শাকিল আহম্মেদ (২০)। র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১২হাজার ২০০ টাকা ৪টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪) জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।