রংপুর বিভাগের আট জেলায় তীব্র লোডশেডিংয়ে জন-জীবন অতিষ্ট হয়ে উঠেছে। দিনে-রাতে ৮ থেকে ১০ বার লোডশেডিংএর কবলে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার মানুষ।
এতে বিপাকে পড়েছে বিভিন্ন মিলকারখানা, কুটির শিল্প ভিত্তিক ছোট-বড় কারখানা দোনকানদার শপিংমালের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
এলাকা ভিত্তি লোডশেডিং চলছে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা। বিদ্যুতের আসা-যাওয়ায় বৈদ্যুতিক যন্ত্রপাতি-সরঞ্জাম ব্যবহার না করতে পেরে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। বাহিরে প্রচন্ড গরম ও ঘরে বিদ্যুৎ না থাকায় জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে পড়ছেন মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বিপাকে পড়েছেন।
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) সূত্রে জানা যায়, গত দু- তিন ধরে দেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। নেসকোর আওতায় রংপুর বিভাগে মোট বিদ্যুতের চাহিদা ৬’শ মেগাওয়াট। বর্তমানে নেসকো পাচ্ছে ৪৭৬ মেগাওয়াট। এতে করে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে কর্তৃপক্ষকে।
নেসকো রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন সরকার বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেশি থাকে অপরদিকে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম। এতে করে গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি স্থানীয় নয়, জাতীয় সমস্যা। বিদ্যুৎ সরবরাহ বেড়ে গেলে এ ভোগান্তির অবসান হবে। আশা করছি খুবই শীঘ্রই গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে।