Top

শ্রীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

০৪ জুলাই, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
শ্রীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি :

আর মাত্র কয়েকদিন বাকি ঈদের গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঐতিহ্যবাহী কেওয়া বাজারে ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাট জমে উঠেছে। আজ সোমবার (৪ জুলাই )সকাল থেকে এ হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট।

হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে এসেছেন।ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারি ক্রেতা ও দালাল থাকায় স্থানীয় ক্রেতারা পছন্দমতো গরু কিনতে পারেননি।জানা গেছে, শ্রীপুর পৌরসভার ঐতিহ্যবাহী কেওয়া বাজার হাটটি সপ্তাহে সোমবার ও শুক্রবার হাটবার হলেও শুধু কুরবানী ঈদেই বসে থাকে গবাদি পশু বিক্রি হাট। অন্য কোন হাটবারে পশুর হাট বসে না। তবে কোরবানির ঈদকে সামনে রেখে সোমবার ও শুক্রবার দুই দিন হাটে গরু, মহিষ, ছাগল, ভেড়া কেনাবেচা চলে।

সোমবার দুপুরে হাটে গিয়ে দেখা গেছে, প্রচুর কোরবানির পশুর আমদানি হয়েছে। তবে কেনাবেচা কম, ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি ছিল। তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি ছিল। শ্রীপুর পৌরসভার কেওয়া ৬ নং ওয়ার্ডের ফজলুল হকের হাটে সবচেয়ে বড় গরুর নাম রাজা দাম হাঁকা হয়েছিল ৪ লাখ টাকা ।উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামের আল আমিন জানান, তার ফার্ম থেকে দুটি মাঝারি সাইজের গরু বিক্রি করতে নিয়ে আসছে কেওয়া বাজারে দাম হাকা হয়েছে ১০ লাখ ,২০ হাজার টাকা। তিনি বলেন মাঝারি সাইজের গরুর দাম এবার কম।
উপজেলার ভাংনাহাটি গ্রামের গ্রামের আব্দুস সামাদ ও রাজাবাড়ি ইউনিয়নের মিলন মিয়া বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে আছেন মহিষ নিয়ে কেওয়া বাজারে বিক্রির জন্য কিন্তু বেচা বিক্রি কম, তিনি আশা করছেন সন্ধ্যার দিকে বিক্রি করতে পারবেন ।
এদিকে ঐতিহ্যবাহী কেওয়া বাজারের গরুর হাটের ইজারাদার জুল্লাস উদ্দিন মাস্টার জানিয়েছেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হয়।

শেয়ার