রাজধানী ঢাকার সাভারের শিক্ষক উৎপল কুমার সরকাকে হত্যা ও নড়াইলের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
জেলা শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনের সড়কে সোমবার (০৪ জুলাই) সকালে এ মানববন্ধন হয়। জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, আমরা শিক্ষকরা আত্মমর্যাদা ও সন্মান নিয়েই বেঁচে থাকি। এর বেশি কিছু আমরা চাইও না। কিন্ত সেই সন্মানে যখন আঘাত আসে তখন আমরা কোথায় যাব। সরকারের কাছে দাবি, এ ঘটনা দুটির যেন দ্রুত বিচার হয়। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনে বিচারবিভাগীয় তদন্ত করা হোক।
এসময় বক্তব্য রাখেন, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল জলিল, শিক্ষক গোলাম ফারুক মিথুন ও প্রভাষক দিলশাদ তহমিনাসহ অন্যান্যরা।